লালনসমগ্র
লালনসমগ্রে মূলত লালন শাহের সাহিত্যকর্মগুলোকে সংকলন করা হয়েছে। এই গ্রন্থটি সম্পদনা করেছেন আবদেল মাননান। গ্রন্থটি ২০০৭ সালে প্রথম প্রকাশিত হয়েছিলো।
সূচীপত্র
- অবোধ মন তোরে আর কী বলি
- আছে যার মনের মানুষ মনে তোলা
- চিরদিন পুষলাম এক অচিন পাখি
- বিনা পাগালে গড়িয়ে কাঁচি
- আল্লাহ বলো মন রে পাখী
- সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
- জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই
- ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
- নিগূঢ় প্রেম কথাটি
- সে রূপ দেখবি যদি
- আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
- বেদে কি তার মর্ম জানে
- আমি ঐ চরণে দাসের যোগ্য নই
- কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
- আমারে কি রাখবেন গুরু চরণদাসী
- গুরু বস্তু চিনে নে না
- জান গে সেই রাগের করণ
- প্রেম করা কি কথার কথা
- সোনার মানুষ ভাসছে রসে
- নিচে পদ্ম চরকবাণে
- সমুদ্রের কিনারে থেকে
- করি মানা কাম ছাড়েনা মদনে
- আছে ভাবের তালা যেই ঘরে
- ঐ কালার কথা কেন বলো আজ আমায়
- গুরু সুভাব দাও আমার মনে
- প্রেম পাথারে যে সাঁতারে
- এক ফুলের মর্ম জানতে হয়
- গোষ্ঠে চলো হরিমুরারি
- হতে চাও হুজুরের দাসী
- এই মানুষে সেই মানুষ আছে
- মন তুই করলি একি ইতরপনা
- মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা
- চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
- কেন ডুবলি না মন গুরুর চরণে
- দিনে দিনে হলো আমার দিন আখেরি
- কে তাহারে চিনতে পারে
- কে বানাইলো এমন রঙমহল খানা
- পাখি কখন জানি উড়ে যায়
- সে কি আমার কবার কথা
- এমন সৌভাগ্য আমার কবে হবে
- সব সৃষ্টি করলো যে জন
- এলাহি আলমিন গো আল্লাহ
- গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
- মিলন হবে কত দিনে
- চাতক স্বভাব না হলে
- আপন ঘরের খবর নে না
- সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
- এসব দেখি কানার হাট বাজার
- আপন সুরতে আদম গঠলেন দয়াময়
- চেয়ে দেখনা রে মন দিব্যনজরে
- চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার
- সকলই কপালে করে
- তিন পাগলে হলো মেলা নদেয় এসে
- আমার দিন কি যাবে এই হালে
- দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়
- মনেরে আর বুঝাই কিসে
- কার ভাবে এ ভাব হারে জীবন কানাই
- আছে আদি মক্কা এই মানব দেহে
- এসো হে অপারের কাণ্ডারি
- বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না
- কুলের বউ ছিলাম বাড়ি
- কি শোভা করেছেন সাঁই রঙমহলে
- পার করো হে দয়াল চাঁদ আমারে
- তুমি বা কার কে বা তোমার এই সংসারে
- আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই
- এমন দিন কি হবে রে আর
- দয়াল নিতাই কারো ফেলে যাবে না
- দিন দুনিয়ার অচিন মানুষ আছে একজনা
- কাল কাটালি কালের বশে
- হরি বলে হরি কাঁদে কেনে
- বসত বাড়ির ঝগড়া কেজে
- জানবো এই পাপী হতে
- হক নাম বলো রসনা
- হীরা মতি জহুরা কোটিময়
- মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
- ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
- এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে
- বিষামৃত আছে রে মাখাজোখা
- মনেরে বুঝাবো কত
- কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি
- ভজরে আনন্দের গৌরাঙ্গ
- বনে এসে হারালাম কানাই
- আর আমারে মারিসনে মা
- না বুঝে মজো না পিরিতে
- মহা ভাবের মানুষ হয় যে জনা
- সাঁই আমার কখন খেলে কোন খেলা
- যার ভাবে মুড়েছি মাথা
- চলো যাই আনন্দের বাজারে
- আজব রঙ ফকিরি
- রাখিলেন সাঁই কূপজল করে
- বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি
- সত্য বল সুপথে চল ওরে আমার মন
- খাঁচার ভিতর অচিন পাখি
- জাত গেল জাত গেল বলে
- বাড়ির কাছে আরশিনগর
- পারে কে যাবি নবির নৌকাতে আয়
- এ বড় আজব কুদরতি
- নবির তরিকতে দাখিল হলে সকল জানা যায়
- মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ
- এই দেশেতে এই সুখ হলো
- এখন আর ভাবলে কি হবে
- আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে
- মন চোরারে কোথা পাই
- দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার
- ব্রজলীলে একি লীলে
- মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়
- কে তোর মালেক চিনলি না রে
- এ গোকুলে শ্যামের প্রেমে
- ভজরে জেনে শুনে
- শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
- আপনারে আপনি চিনিনে
- এস হে প্রভু নিরঞ্জন
- ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
- পারে লয়ে যাও আমায়
- সব লোকে কয় লালন কি জাত সংসারে
- এমন মানব জনম আর কি হবে
- আশা পূর্ন হলো না আমার মনের বাসনা
- ক্ষম ক্ষম অপরাধ
- আপন মনের বাঘে যারে খায়
- ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
- যেখানে সাঁইর বারামখানা
- পার করো দয়াল আমায় কেশে ধরে
- যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না
- গুরুর চরণ অমূল্য ধন
- যেতে সাধ হয়রে কাশী
- মানুষ মানুষ সবাই বলে
- মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি
- প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি
- সময় গেলে সাধন হবে না
- ধন্য ধন্য বলি তারে
- ধন্য মায়ের নিমাই ছেলে
- দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি
- গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
- জিজ্ঞাসিলে খোদার কথা
- পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই
- আমার ঘর খানায় কে বিরাজ করে
- নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়
- আজব আয়না মহল মণি গভীরে
- বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
- মনের হলো মতিমন্দ
- কারে সুধাই আজ সে কথা
- আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে
- আমার ঘরের চাবি পরেরই হাতে
- করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
- অপারের কাণ্ডার নবিজী আমার
- পাবে সামান্যে কি তার দেখা
- সোনার মান গেল রে ভাই
- সেই কালাচাঁদ নদেয় এসেছে
- রসিক নাম ধরিয়ে মনা
- দাঁড়া কানাই একবার দেখি
- আহাদে আহাম্মদ এসে নবি নাম কে জানালে
- গুণে পড়ে সারলি দফা
- অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি
- মনের কথা বলবো কারে
- মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
- গোয়াল ভরা পুষনে ছেলে বাবা বলে ডাকে না
- চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে
- মনের নেংটি এঁটে করো রে ফকিরী
- হীরা লাল মতির দোকানে গেলে না
- খালি ভাঁড় থাকবে রে পড়ে
- মূল হারালাম লাভ করতে এসে
- মন তোর আপন বলতে আর কে আছে
- চিরদিন জল ছেঁচে মোর
- অনুরাগ নইলে কি সাধন হয়
- কি সন্ধানে যাই সেখানে
- রাত পোহালে পাখি বলে
- মওলা বলে ডাক রসনা
- কই হল মোর মাছ ধরা
- গোষ্ঠে আর যাবোনা
- এক ফুলে চার রঙ ধরেছে
- কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
- চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
- কী আইন আনিলেন নবি সকলের শেষে
- কে তোমারে এ বেশ ভূষণ
- মানুষ ভজলে সোনার মানুষ হবি
- আমার মতো প্রাণ কাঁদিলে
- কে বোঝে মাওলার আলেকবাজি
- সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
- কোন কলে নানান ছবি
- স্বরূপে রূপ আছে গিলটি করা
- পারে কে যাবি তোরা আয় না জুটে
- সদা মন থাকো বাহুঁশ
- মন সহজে কি সই হবা
- গুরুর দয়া যারে হয় সেই জানে
- বলরে নিমাই বল আমারে