লালনসমগ্র
এটি লালন শাহ-এর একটি গীতিসংকলন যা ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রথম প্রকাশিত হয়। এর সংকলন, সম্পাদনা ও ভূমিকায় ছিলেন আবদেল মান্নান। প্রকাশক ছিলেন রেদওয়ানুর রহমান জুয়েল। বইটি নালন্দা প্রকাশনী, ঢাকা থেকে প্রকাশিত হয়। এতে মোট ৮৪১টি গান রয়েছে। তবে কিছু গান একাধিকবার থাকায় সেগুলো বাদ দিয়ে এখানে প্রকাশ করা হলো। তাই এখানে প্রকাশিত গানের সংখ্যা ৮৩৪টি।
সূচীপত্র
- সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
- সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
- অজান খবর না জানিলে কিসের ফকিরি
- জানগে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা
- জানা উচিৎ বটে দুটি নূরের ভেদ বিচার
- ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না
- হাহাকারে একা ছিলো হুহুংকারে দোসর হলো
- খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
- শুনি নবির অঙ্গে জগৎ পয়দা হয়
- নবির নূরে সয়াল সংসার
- মন কি ইহাই ভাবো আল্লাহ্ পাবো
- নবি না চিনলে সে কি আল্লা পাবে
- নবি দীনের রসুল নবি খোদার মকবুল
- অপারের কাণ্ডার নবিজী আমার
- নবি এ কি আইন করিলেন জারি
- আহাদে আহামদ এসে
- দীনের নবি মুরিদ কোন ঘরে
- আয় গো যাই নবির দ্বীনে
- নবির আইন বোঝার সাধ্য নাই
- আলিফ লাম মিমেতে কোরান
- আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা
- দস্তখত নবুয়ত যাহার হবে
- কোন খানদানে নবিজী মুরিদ হয়
- নবিজী মুরিদ কোন ঘরে
- দেখোরে আমার রসুল যার
- রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয়
- এমন দিন কি হবেরে আর
- করিয়ে বিবির নিহার রসুল আমার
- কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলা
- অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি
- মা তোমার গোপাল নেমেছে কালিদায়
- আর আমারে মারিসনে মা
- গোপালকে আজ মারলি গো মা কোন পরাণে
- চেনে না যশোদা রাণী
- কী ছার রাজত্ব করি
- নারীর এতো মান ভাল নয় গো কিশোরী
- কালার কথা কেন বলো আমায়
- যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এস না
- প্যারী ক্ষম অপরাধ আমার
- কী ছার মানে মজে কৃষ্ণধনকে চিন না
- এ গোকুলে শ্যামের প্রেমে
- সেই কালার প্রেম করা কথার কথা নয়
- আর তো কালার সেভাব নাইকো সই
- সে ভাব সবাই কি জানে
- আর কি আসবে সেই কেলে সোনা
- রাধার তুলনা পিরিত সামান্যে কেউ যদি করে
- সেই কালাচাঁদ নদেয় এসেছে
- কানাই একবার ব্রজের দশা দেখে যা রে
- দাঁড়া কানাই একবার দেখি
- কার ভাবে এ ভাব হারে
- তারে কি আর ভুলতে পারি আমার এই মনে
- মনের কথা বলব কারে
- রইসাগরে ডুবলো শ্যামরায়
- ব্রজলীলে এ কী লীলে
- যে ভাবে গোপী ভাবনা
- যে অভাবে কাঙ্গাল হলাম ওরে ছিদাম দাদা
- আর আমায় বলিস নারে ছিদাম ব্রজের কথা
- যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম
- বড় অকৈতব কথারে ওরে ছিদাম সখা
- যার ভাবে আজ মুড়েছি মাখা
- পারে কে যাবি তোরা আয় না ছুটে
- মনরে সামান্যে কে তাঁরে পায়
- সে প্রেম জানে কি সবাই
- কৃষ্ণ বলে শোন লো গোপীগণ
- আজ ব্রজপুরে কোন পথে যাই
- ও প্রেম আর আমার ভালো লাগে না
- ওগো বৃন্দে ললিতে
- এখন কেনে কাঁদছো রাধে নির্জনে
- তোমরা আর আমার কালার কথা বলো না
- এ কী লীলে মানুষ লীলে দেখি গোকুলে
- মনের মানুষ নাইরে দেশে
- রাধার কতো গুণ নন্দলাল তা জানে না
- ছার মানে মজে কৃষ্ণধনকে চেনো না
- ছিঃ ছিঃ লজ্জায় প্রাণ বাঁচে না
- নামটি আমার সহজ মানুষ
- ধন্য ভাব গোপীর ভাব আহা মরি মরি
- ভেবো না ভেবো না ও রাই আমি এসেছি
- মান কর না ওগো রাধে
- জয়কেতে শ্যাম দাঁড়িয়ে কেন
- মান ছেড়ে দাও ওগো রাধে
- কালো ভালো নই-বা কিসে বল সবে
- আর কতকাল আমায় কাঁদাবি
- জানো নারে পরমকারণ
- প্রেম শিখালাম যারে হাত ধরি
- বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
- তোমা ছাড়া বলো কবে রাই
- ললিতা সখি কই তোমারে
- সকাল বেলা চিকন কালা
- প্রেম করে বাড়িল দ্বিগুণ জ্বালা
- শুনে মানের কথা চম্পকলতা
- কৃষ্ণপ্রেমের পোড়াদহ
- আমি কার ছায়ায় দাঁড়াই বলো
- মাধবী বনে বন্ধু ছিল সই লো
- করে কামসাগরে এই কামনা
- ধরগো ধর সখি আজ আমার কী হলো
- সে যেন কী করলো আমার
- মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই
- গোষ্ঠে চল হরি মুরারী
- আমি যাঁর ভাবে আজ
- বনে এসে হারালাম কানাই
- কোথা গেলি ও ভাই কানাই
- বলাই দাদার দয়া নাই প্রাণে
- বলরে বলাই তোদের ধরণ কেমন হারে
- ও মা যশোদে তাই আর বললে কি হবে
- সকালে যাই ধেণু লয়ে
- দাঁড়া তোরে একবার দেখি ভাই
- আজ কী দেখতে আলি গো তোরা বলো না তাই
- তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
- বলরে নিমাই বল আমারে
- ধন্য মায়ের নিমাই ছেলে
- কি ভাব নিমাই তোর অন্তরে
- ফকির হলিরে নিমাই কিসের দুঃখে
- ধন্যরে রূপ সনাতন জগত মাঝে
- প্রেম করা কী কথার কথা
- যে ভাবের ভাব মোর মনে
- কাজ নাই আমার দেখে দশা
- শচীর কুমার যশোদায় বলে
- কী কঠিন সে ভারতী না জানি
- সে নিমাই কি ভোলা ছেলে ভবে
- কে আজ কৌপীন পরালো তোরে
- কানাই কার ভাবে তোর
- কার ভাবে এ ভাব বলরে কানাই
- ওগো রাইসাগরে নামলো শ্যামরায়
- ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
- বল গো সজনী আমার
- যদি গৌরচাঁদকে পাই
- কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
- প্রাণ গৌররূপ দেখতে যামিনী
- গৌরপ্রেম অথৈ ঝাঁপ দিয়েছি তাই
- সে কি আমার কবার কথা
- বুঝবিরে গৌর প্রেমের কালে
- কাজ কি আমার এ ছার কুলে
- ঐ গৌরের ভাব রাখিতে
- কি বলিস গো তোরা আজ আমারে
- ধর গো ধর গৌরাঙ্গ চাঁদেরে
- আর কি গৌর আসবে ফিরে
- গৌরপ্রেম করবি যদি ও নাগরী
- আয় কে যাবি গৌরচাঁদের হাটে
- গুরু দেখায় গৌর তাই দেখি
- গোল করো না গোল করো না ওগো নাগরী
- আজ আমায় কৌপিন দে গো
- বল সরূপ কোথায় আমার সাধের প্যারি
- ব্রজের সে প্রেমের মরম
- গৌর কি আইন আনিলেন নদীয়ায়
- আর কি আসবে সেই গৌর চাঁদ
- আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
- শুনি অজান এক মানুষের কথা
- এনেছে এক নবিন গোরা
- যে প্রেমে শ্যাম গৌর হয়েছে
- সেই গোরা এসেছে নদীয়ায়
- চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
- কেন চাঁদের জন্যে চাঁদ কাঁদেরে
- হরি বলে হরি কাঁদে কেনে
- কোন রসে প্রেম সেধে হরি
- নতুন দেশের নতুন রাজন
- ধন্য মায়ের ধন্য পিতা
- আঁচলা ঝোলা তিলক মালা
- ও সে প্রেম করা কি
- আজ আমার অন্তরে কী হলো
- যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
- গৌর আমার কলির আচার বিচার
- মোরা গৌর স্বয়ং কার শিক্ষায় বলি
- আমার এ কি কবার কথা
- জানবো এই পাপী হতে
- কার ভাবে শ্যাম নদেয় এলো
- এ ধন যৌবন চিরদিনের নয়
- দয়াল নিতাই কারো ফেলে যাবে না
- রস প্রেমের ঘাট ভাঁড়িয়ে তরী বেয়ো না
- কী কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়
- এলাহি আলামিন গো আল্লা বাদশা আলমপনা তুমি
- পারে কে যাবি নবির নৌকাতে আয়
- মদিনায় রসুল নামে কে এল ভাই
- ভবে কে তাহারে চিনতে পারে
- রাসুলকে চিনলে পরে
- ভুলো না মন কারো ভোলে
- নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়
- দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী
- রসুলের সব খলিফা কয় বিদায়কালে
- আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে
- তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না
- রসুল রসুল বলে ডাকি
- রসুল কে তা চিনতে নারে
- কী আইন আনিল নবি
- মানুষ অবিশ্বাসে পায় না রে সে
- মন আইনমাফিক নিরিখ দিতে ভাব কি
- পার করো হে দয়াল চাঁদ আমারে
- এসো হে অপারের কাণ্ডারী
- এসো দয়াল পার কর এই ভবের ঘাটে
- কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী
- এসো হে প্রভু নিরঞ্জন
- ভাল জল সেঁচা কল পেয়েছ মনা
- মুর্শিদকে মানিলে খোদায় মান্য হয়
- কী করি কোন পথে যাই
- মন তোর আপন বলতে কে আছে
- মন এখনো সাধ আছে
- কে তোমার আর যাবে সাথে
- গুণে পড়ে সারলি দফা
- উদয় কলিকালরে ভাই আমি বলি তাই
- দায়ে ঠেকে বলছোরে মন আল্লা গণি
- মন আমার কী ছার গৌরব করছো ভবে
- একবার জগন্নাথে দেখ না রে যেয়ে
- হক নাম বল রসনা
- মাওলা বলে ডাক রসনা
- এমন মানব সমাজ কবে গো সৃজন হবে
- সব লোকে কয় লালন কী জাত সংসারে
- সবে বলে লালন ফকির হিন্দু কি যবন
- সবে বলে লালন ফকির কোন্ জাতের ছেলে
- জাত গেল জাত গেল বলে
- দেখ না মন ঝাকমারী এই দুনিয়াদারি
- মনের মনে হলো না একদিনে
- আজগুবী বৈরাগ্য লীলা দেখতে পাই
- কাশী কি মক্কায় যাবি চল দেখি যাই
- শিরনি খাওয়ার লোভ যার আছে
- নাপাকে পাক হয় কেমনে
- সকলি কপালে করে
- কাল কাটালি কালের বশে
- যে জন সাধকের মূল গোড়া
- মন সহজেই কি সই হবা
- পাপপুণ্যের কথা আমি কারে বা শুধাই
- না হলে মন সরলা কি ধন মেলে
- ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
- কোথায় হে দয়াল কাণ্ডারী
- আমি বলি তোরে মন গুরুর চরণ
- মিছে ভবে খেলতে আলি তাস
- আয় চলে আয় দিন বয়ে যায়
- রুকু সেজদা তুলে দেখি
- ভবে এসে ভাবছি বসে
- নানারূপ শুনে শুনে প্রেমে শূন্য
- আবহায়াতের নদী কোনখানে
- গুরুপদে ডুবে থাকরে আমার মন
- মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
- যেরূপে সাঁই আছে মানুষে
- মন তোমার হল না দিশে
- তোমার ঠিকের ঘরে ভুল পড়েছে মন
- কোথা আছেরে সেই দীন দরদী সাঁই
- ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
- মেরাজের কথা শুধুই কারে
- নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে
- না পড়িলে দায়েমী নামাজ
- পড়োরে দায়েমী নামাজ এই দীন হলো আখেরী
- হুজুরের নামাজ এমনি ধারা
- ঢোঁড় আজাজিল রেখেছে সেজদা
- পড়গে নামাজ জেনে শুনে
- নজর একদিক দিলে আর একদিকে
- মন তোর বাকির কাগজ গেলো হুজুরে
- বলি সব আমার আমার
- মানুষ ভজলে সোনার মানুষ হবি
- এ জনম গেলরে অসার ভেবে
- সহজ মানুষ ভজে দেখ নারে মন দিব্যজ্ঞানে
- যে জন শিষ্য হয় গুরুর মনের খবর পায়
- ঐরূপ তিলে তিলে জপ মন সূতে
- আমারে কি রাখবেন গুরু চরণদাসী
- জ্বাল ঘরে চটিলে হয় সে জাতনাশা
- আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই
- নজর একদিক দেওরে
- মনের ভাব বুঝে নবি মর্ম খুলেছে
- জিজ্ঞাসিলে খোদার কথা
- হাতের কাছে মামলা থুয়ে
- খোদ খোদার প্রেমিক যে জনা
- মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
- মুর্শিদের মহৎ গুণ নেনা বুঝে
- মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন
- কেবল বুলি ধরেছো মারেফতি
- সরল হয়ে ভজ দেখি তাঁরে
- কুদরতির সীমা কে জানে
- দেখো দেখো নূর পেয়ালা
- মনরে যে পথে সাঁইর আসা যাওয়া
- আপন খবর না যদি হয়
- অবোধ মন তোরে আর কী বলি
- আমার মন বিবাগী ঘোড়া
- মনের হল মতি মন্দ
- এখন আর কাঁদলে কী হবে
- খালি ভাঁড় থাকবেরে পড়ে
- মনের কথা বলব কারে, কে আছে সংসারে
- আমার সাধ মেটে না লাঙ্গল চষে
- না ঘুচিলে মনের ময়লা
- মেরে সাঁই আজব কুদরতি
- এসব দেখি কানার হাটবাজার
- বিনা পাগালে গড়িয়ে কাচি
- সে তো রোগীর মতো পাঁচন গিলা নয়
- আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করে
- গেড়ে গাঙেরে ক্ষ্যাপা
- কেন মরলি মন ঝাঁপ দিয়ে
- বাপবেটা করে ঘটা একঘাটেতে নাও ডুবলে
- মন তুই করলি এ কী ইতরপানা
- গোয়াল ভরা পুষণে ছেলে
- পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ্
- আদি মক্কা এই মানবদেহে
- খেয়েছি বেজাতে কচু না বুঝে
- ঘরে বাস করে সে ঘরের খবর নাই
- এবেলা তোর ঘরের খবর জেনে নেরে মন
- ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর
- আছে ভাবের তারা যে ঘরে
- মন তুই ভেডুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
- দেখো নারে দিনরজনী কোথা হতে হয়
- বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
- কাছের মানুষ ডাকছো কেন শোর করে
- প্রেম জানিনে প্রেমের হাটে বোলবলা
- ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি
- সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
- সকল দেবধর্ম আমার বোষ্টমী
- বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম করো না
- না জেনে মজো না পিরীতে
- পাবে সামান্যে কি তাঁর দেখা
- আল্লার বান্দা কিসে হয়
- ধড়ে কে মুরিদ হয় কে মুরিদ করে
- এক অজান মানুষ ফিরছে দেশে
- বান্দা পুলসেরাতের কথা কিছু
- ডাকোরে মন আমার হক নাম আল্লা বলে
- ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে
- ফের প’লো তোর ফকিরিতে
- যদি ফানার ফিকির জানা যায়
- ফেরেব ছেড়ে করো ফকিরী
- আছে আল্লা আলে রসুলকলে
- তরিকতে দাখিল না হলে
- নবির তরিকতে দাখিল হলে সকলই জানা যায়
- কোন্ কোন্ হরফে ফকিরী
- যার নয়নে নয়ন চিনেছে
- কারে শুধাব সে কথা কে বলবে আমায়
- কিসে আর বোঝাই মন তোরে
- আইন সত্য মানুষবর্ত করো এইবেলা
- নাম সাধন বিফল বরজোখ বিনে
- জানগে বরজোখ ভেদ পড়ে বেলায়েতে
- ঠিক মুসুল্লি বলছ কারে
- মনের নেংটী এঁটে করো রে ফকিরী
- অসারকে ভেবে সার দিন গেলো আমার
- খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে
- মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
- দিনে দিনে হলো আমার দিন আখেরী
- আমার মনের বাসনা
- রাত পোহালে পাখি বলে দেরে খাই
- মনেরে আর বুঝাই কিসে
- আল্লাহ বল মন রে পাখি
- মনের মানুষ চিনলাম নারে
- বোঝালে বোঝে না মনরায়
- আয়ু হারালি আমাবতী না মেনে
- অন্তিমকালের কালে ও কী হয় না জানি
- কয় দমেতে বাজে ঘড়ি কররে ঠিকানা
- গুরু ধরো করো ভজনা
- মন আমার আজ প’লি ফেরে
- আপনারে আপনি রে মন না জান ঠিকানা
- কতোদিন আর রইবি রঙ্গে
- আগে জানো নারে মন
- মধুর দেল দরিয়ায় ডুবে কর রে ফকিরি
- দীনের ভাব যেদিন উদয় হবে
- কোন দেশে যাবি মনা চল দেখি যাই
- গুরুবস্তু চিনে নে না
- গুরুর চরণ অমূল্য ধন বাঁধ ভক্তিরসে
- গুরু বিনে কী ধন আছে
- পাবিরে মন স্বরূপের দ্বারে
- পড়ে ভূত আর হসনে মনরায়
- কে বোঝে মাওলার আলেকবাজি
- তুমি কার আজ কেবা তোমার
- হুজুরে কার হবেরে নিকাশ দেনা
- বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী
- মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
- আপন মনে যার গরল মাখা থাকে
- অনুরাগ নইলে কি সাধন হয়
- যাতে যায় শমন যন্ত্রণা ভ্রমে ভুলো না
- চরণ পাই যেন অন্তিমকালে
- ও যার আপন খবর আপনার হয় না
- তাঁরে চিনবে কেরে এই মানুষে
- উপরোধের কাজ দেখরে ভাই
- সোনার মান গেলরে ভাই
- আয় কে যাবি ওপারে
- মন বিবাগী বাগ মানে নারে
- প্রেম-নহরে ভেসেছে যারা
- কী হবে আমার গতি
- সে ধন কি চাইলে মেলে
- বেদে কি তার মর্ম জানে
- সে প্রেম সামান্যে কি জানা যায়
- চল দেখি মন কোন দেশে যাবি
- পেঁড়োর ভূত হয় যে জনা শোন রে মনা
- জানগে যা সেই রাগের করণ
- সত্য বল সুপথে চল ওরে আমার মন
- চিরদিন দুখের অনলে
- জগৎ মুক্তিতে ভোলালেন সাঁই
- আগে গুরুরতি করো সাধনা
- অবোধ মনরে তোর হলো না দিশে
- মন তুমি গুরুর চরণ ভুলো না
- গুরুপদে নিষ্ঠা মন যার হবে
- গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হয়ো না
- খোদা বিনে কেউ নাই সংসারে
- ভবপারে যাবি কিরে গুরুর চরণ
- নাই সফিনায় নাই খোদা সিনায় দেখ বর্তমান
- মনে না দেখলে লেহাজ করে
- যদি শরায় কার্য সিদ্ধি হয়
- করোরে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে
- ঐহিকের সুখ কয়দিনের বলো
- আমার শুনিতে বাসনা দেলে
- এই সুখে কি দিন যাবে
- কোন পথে যাবি মন ঠিক হলো না
- না জেনে করণকারণ
- কে বুঝিতে পারে মাওলার কুদরতি
- খোদা রয় আদমে মিশে
- ভবে এসে রঙ্গরসে
- মরার আগে ম’লে শমন জ্বালা ঘুচে যায়
- একবার চাঁদ বদনে বল রে সাঁই
- জিন্দা পীর আগে ধরোরে
- ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন
- সরল হয়ে করবি কবে ফকিরি
- সেই প্রেমময়ের প্রেমটি অতিচমৎকার
- এসেছোরে মন যে পথে
- একদিন ও পারের কথা ভাবলি নারে
- প্রেম পরম রতন
- গরল ছাড়া মানুষ আছে কেরে
- সামান্য জ্ঞানে কি মন তাই পারবিরে
- ডুবে দেখ নবির দীনে নিষ্ঠা হয়ে মন
- গুরু গো মনের ভ্রান্তি যায় না সংসারে
- কালঘুমেতে গেলো তোর চিরদিন
- দেল দরিয়ায় না ডুবলে সে কি
- না জানি ভাব কেমন ধারা
- মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- সামান্যে কে সে ধন পাবে
- বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
- থাক না মন একান্ত হয়ে
- কেন ডুবলিনে মন রে গুরুর চরণে
- কোন কূলেতে যাবি মনরায়
- কুলের বউ হয়ে মনা আর
- সেই প্রেম গুরু জানাও আমায়
- মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে
- কোন রূপে করো দয়া এই ভুবনে
- মলে ঈশ্বর প্রাপ্ত হবে কেন বলে
- যে পরশে পরশে পরশ
- যাঁরে ভাবলে পাপীর পাপ হরে
- ভজনের নিগূঢ় কথা যাতে আছে
- ভজ রে আনন্দের গৌরাঙ্গ
- প্রেম কি সামান্যেতে রাখা যায়
- প্রেম পিরিতের উপাসনা
- আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে
- জান গে যা গুরুর দ্বারে
- চলো যাই আনন্দের বাজারে
- গুরুর ভজনে হয় তো সতী
- জেনে নামাজ পড়ো হে মোমিনগণ
- প্রেম রসিকা হবো কেমনে
- কতোজন ঘুরছে আশাতে
- হরি নাম যত্ন করে হৃদয় মাঝে রাখবে মন
- আগে পাত্র যোগ্য না করে যেজন সাধন করে
- মায়ার বশে কাঁদবি বসে আর কতোকাল
- কোন চরণ এই দীনহীনকে দেবে
- এ ভবতরঙ্গ কিসে পার হবি
- মনের মানুষ খেলছে দ্বিদলে
- সামান্যে কি তার মর্ম জানা যায়
- বড় নিগূমেতে আছেন সাঁই
- সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে
- তা কি পারবি তোরা জ্যান্তে মরা
- বিষম রাগের করণ করা
- শুদ্ধ প্রেমরাগে ডুবে থাকরে আমার মন
- এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
- প্রেমের সন্ধি আছে তিন
- ভাবের উদয় যেদিন হবে
- কি শোভা দ্বিদলের পরে
- আশেকে উন্মত্ত যারা
- তিনদিনের তিনমর্ম জেনে
- গোসাঁই ভাব যেহি ধারা
- সমঝে করো ফকিরি মনরে
- সহজে অধর মানুষ না যায় ধরা
- বলিরে মানুষ মানুষ এই জগতে
- খেলছে মানুষ নীরে ক্ষীরে
- রাগ অনুরাগ যার বাঁধা আছে তার
- শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
- আছে যার মনের মানুষ মনে
- পারে লয়ে যাও আমায়
- কোথায় আনিলে আমায় পথ ভুলালে
- পার করো দয়াল আমায় কেশে ধরে
- এমন সৌভাগ্য আমার কবে হবে
- এইদেশেতে এই সুখ হলো
- চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়
- জানা চাই অমাবস্যায়
- অনেক ভাগ্যের ফলে
- চাঁদ চকোরে রঙমহল ঘরে
- চাঁদ আছে সেই চাঁদে ঘেরা
- সে ভাব উদয় না হলে
- চাঁদ ধরা ফাঁদ জানো নারে মন
- পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা
- সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলা আমি শুনতে পাই
- অমাবস্যার দিনে চন্দ্র থাকে না
- দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই
- চারটি চন্দ্র ভাবের ভুবনে
- মনরে কবে ভবে সূর্যের যোগ হয়
- কোনদিন সূর্যের অমাবস্যে
- দেখবি যদি সেই চাঁদেরে
- যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
- তীরধারা বয়রে নদীর তীরধারা বয়
- কী করি ভেবে মরি মনমাঝি ঠাহর দেখিনে
- কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
- কারণ নদীর জলে একটা যুগল মীন খেলছে নীরে
- কে ভাসায় ফুল প্রেমের ঘাটে
- কেনো ভ্রান্ত হওরে আমার মন
- কে গো জানবে তাঁরে সামান্যেরে
- জানগে পদ্ম নিরূপণ
- আজব আয়নামহল মণি গভীরে
- দেল দরিয়ায় ডুবে দেখ্ না
- সবাই কি তার মর্ম জানতে পায়
- সময় বুঝে কেনো বাঁধাল বাঁধলে না
- জানতে হয় আদম সফির আদ্যকথা
- আপন সুরাতে আদম গঠলেন দয়াময়
- খাকি আদমের ভেদ পশু কি বোঝে
- ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
- আকার কি নিরাকার সাঁই রাব্বানা
- কে তোর মালিক চিনলি নারে
- পারো নিহেতু সাধন করিতে
- গুরু তুমি পতিতপাবন পরম-ঈশ্বর
- যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
- যে সাধন জোরে কেটে যায় কর্মফাঁসি
- মন আমার কুসর মাড়ায় জাট হলরে
- ভজ মুর্শিদের কদম এই বেলা
- মুর্শিদ তত্ত্ব অথৈ গভীরে
- আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়
- ভজরে জেনে শুনে
- ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
- সাঁই আমার কখন খেলে কোন খেলা
- আল্লার নাম সার করে যে জন বসে রয়
- কে পারে মকরউল্লার মকর বুঝিতে
- মকরউল্লার মকর কে বুঝিতে পারে
- যে জনা আছেরে সেই খুঁটো ধরে
- জমির জরিপ একদিনেতে সারা
- দেহের খবর বলি শোনরে মন
- দিন থাকতে মুর্শিদরতন চিনে নে না
- মুর্শিদ জানায় যারে
- আপনারে আপনি চেনা যদি যায়
- কোন কলে নানান ছবি নাচ করে সদাই
- মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল
- ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
- যে পথে সাঁই চলে ফেরে
- যে পথে সাঁই আসে যায়
- কে বোঝে সাঁইর লীলা খেলা
- কে কথা কয়রে দেখা দেয় না
- আপনারে আপনি চিনিনে
- না জানি কেমন রূপ সে
- সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
- আপন মনের বাঘে যারে খায়
- মন জানে না মনের ভেদ
- কে বুঝিতে পারে সাঁইয়ের কুদরতি
- শহরে ষোলজনা বোম্বেটে
- কী আজব কলে
- ধন্য ধন্য বলি তাঁরে
- সপ্ততলা ভেদ করিলে
- দেখ নারে ভাবনগরে ভাবের ঘরে
- প্রেমবাজারে কে যাবি তোরা
- যদি উজান বাঁকে তুলসী ধায়
- মন আমার গেল জানা
- পিরিতি অমূল্যনিধি
- শুদ্ধপ্রেম না দিলে ভজে কে তাঁরে পায়
- সামান্যে কি সেই প্রেম হবে
- আল্লা কে বোঝে তোমার অপার লীলে
- যা যা ফানার ফিকিরি জানগে যারে
- যে জানে ফানার ফিকির সেই তো ফকির
- ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্গুল রয়
- আলক সাঁই আল্লাজী মিশে
- আপনার আপনি ফানা হলে
- জগতের মূল কোথা হতে হয়
- মরে ডুবতে পারলে হয়
- শুনি মরার আগে ম’লে
- জীব মরে যায় জীবান্তরে
- জীব মরে জীব যায় কোন শহরে
- আকারে ভজন সাকারে সাধন তায়
- পাপধর্ম যদি পূর্বে লেখা যায়
- ধড়ে কোথায় মক্কা মদিনে
- ভবের গোরা আসমানে
- আছেরে ভাবের গোরা আসমানে
- চেতন ভুবনে সাধ্য কে জানে
- কী মহিমা করলেন সাঁই বোঝা গেলো না
- ওরে মন পারে আর যাবি কী ধরে
- আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
- তিল পরিমাণ জায়গাতে কী কুদরতিময়
- লিঙ্গ থাকলে সে কি পুরুষ হয়
- ধরাতে সাঁই সৃষ্টি করে
- ক্ষমো অপরাধ ওহে দীননাথ
- ক্ষমো ক্ষমো অপরাধ
- হাওয়ার ঘরে দম পাকড়া পড়েছে
- পড়ো ইবনে আবদুল্লা
- আগে কপাট মারো কামের ঘরে
- কে তোমারে এ বেশভূষণ পরাইলো বলো শুনি
- সে কী আমার কবার কথা
- যেখানে সাঁইর বারামখানা
- আপন ঘরের খবর নেনা
- জানগে মানুষের করণ কিসে হয়
- আমার দেখে শুনে জ্ঞান হলো না
- ভুলবো না ভুলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না
- মনেরে বুঝাইতে আমার দিন হলো আখেরী
- মনেরে বুঝাবো কতো
- নাম পাড়ালাম রসিক ভেয়ে
- প্রেম যমুনায় ফেলবি বড়শি খবরদার
- স্বরূপ রূপে নয়ন দেরে
- স্বরূপে রূপ আছে গিল্টি করা
- সে রূপ দেখবি যদি নিরবধি
- যে জন দেখেছে অটল রূপের বিহার
- অন্তরে যার সদাই সহজরূপ জাগে
- দিব্যজ্ঞানে দেখরে মনরায়
- ঘরের চাবি পরের হাতে
- খুঁজে ধন পাই কী মতে
- দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
- বসতবাড়ির ঝগড়া কেজোই
- এ কি আসমানী চোর
- বাড়ির কাছে আরশি নগর
- আমার এ ঘরখানায় কে বিরাজ করে
- এ কি আজগুবি এক ফুল
- শূন্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই
- যে জন বৃক্ষমূলে বসে আছে
- চাতক স্বভাব না হলে
- চাতক বাঁচে কেমনে
- সমুদ্রের কিনারে থেকে
- পাখি কখন যেন উড়ে যায়
- খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসেযায়
- চিরদিন পুষলাম এক অচিন পাখি
- কী এক অচিন পাখি পুষলাম খাঁচায়
- দেখ না এবার আপন ঘর ঠাউরিয়ে
- মন তোরে আজ ধরতে পারতাম
- কারে দিব দোষ নাহি পরের দোষ
- কারে বলবো আমার মনের বেদনা
- মনচোরারে কোথা পাই
- আমার হয় নারে সে মনের মতো মন
- কোন রসে কোন রতির খেলা
- শুদ্ধপ্রেম সাধলো যাঁরা
- সে করণ সিদ্ধি করা সামান্যের কাজ নয়
- করি কেমনে সহজ শুদ্ধ প্রেমসাধন
- কোন সাধনে শমনজ্বালা যায়
- কোন সাধনে পাই গো তাঁরে
- কোন সাধনে তাঁরে পাই
- কারে আজ শুধাব সে কথা
- কে বানালো এমন রঙমহলখানা
- বিষামৃত আছেরে মাখাজোখা
- সহজ আলক নবি
- মরো জিন্দেগী মরণের আগে
- সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
- ডুবে দেখ না রে প্রেমনদীর জলে
- দিল দরিয়ার মাঝে দেখলাম
- ডুবে দেখ দেখি ভবকূপে
- আছে মায়ের ওতে জগৎপিতা
- না জেনে ঘরের খবর তাকাও আসমানে
- অনুরাগের ঘরে মারগা চাবি
- দেখ নারে মন পুনর্জনম কোথা হতে হয়
- অমৃত সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা
- যাঁরে ধ্যানে পায় না মহামুনি
- মধুর দেল দরিয়ায় যে জন ডুবেছে
- সময় গেলে সাধন হবে না
- আজো করছে সাই ব্রহ্মাণ্ডের অপার লীলে
- দেখো না আপন দেল মন ঢুঁড়ে
- কীর্তিকর্মার খেলা কে বুঝতে পারে
- আর কি পাশা খেলবোরে
- গুরুর দয়া যারে হয় সে-ই জানে
- গুরুপদে মতি আমার কই হলো
- গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
- ও মন যে যা ভাবে সেইরূপ সে হয়
- এ কি অনন্ত লীলা তার দেখ এবার
- ম’লে গুরু প্রাপ্তি হবে
- লীলা দেখে লাগে ভয়
- মূল হারালাম লাভ করতে এসে
- চিরদিন জল সেঁচে আর
- সামাল সামাল সামাল তরী
- মন বাতাস বুঝে ভাসাওরে তরী
- ঠাহর নাই আমার মন কাণ্ডারী
- চেয়ে দেখ নারে মন দিব্য নজরে
- বারিযোগে বারিতলা খেলছে খেলা মনকমলে
- লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদাই
- আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে
- কই হলো মোর মাছ ধরা
- কোন রসে কোন মানুষ আছে
- রাখিলেন সাঁই কূপজল করে আঁধেলা পুকুরে
- কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে
- কী সন্ধানে যাই সেখানে
- রঙমহলে সিদ কাটে সদাই
- কবে সাধুর চরণধুলি মোর লাগবে গায়
- আর কি বসবো এমন সাধুর সাধবাজারে
- আর কী হবে এমন জনম
- এমন মানব জনম আর কি হবে
- কী রূপ সাধনের বলে অধর ধরা যায়
- ও মন তিন পোড়াতে খাঁটি হলি না
- গুরু বিনে সন্ধান কে জানে
- ষড়রসিক বিনে কেবা তাঁরে চেনে
- গুরু সুভাব দাও আমার মনে
- গুরু দোহাই তোমার মনকে আমার
- আমি ঐ চরণে দাসের যোগ্য নই
- আমার দিন কি যাবে এই হালে
- মানুষ লুকায় কোন শহরে
- মিলন হবে কত দিনে
- সেই অটল রূপের উপাসনা
- হীরা মতি জহুরা কোটিময়
- হীরা লাল মতির দোকানে গেলে না
- হীরে লাল জহুরের কুঠি
- আপন মনের গুণে সকলি হয়
- আমি কী সাধনে পাই গো তাঁরে
- তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
- পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবেরে
- ও মন কারো সাধনা মায়ায় ভুলো না
- তুমি তো গুরু স্বরূপের অধীন
- গুরুশিষ্য হয় যদি একতার
- দয়াল তোমার বৈ আর জানি না
- সাধুসঙ্গ করো তত্ত্ব জেনে
- মনরে আত্মতত্ত্ব না জানিলে
- গোপনে রয়েছে খোদা তারে চেন নি
- সাঁইয়ের লীলে বুঝবি ক্ষেপা কেমন করে
- সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে
- হতে চাও হুজুরের দাসী
- অধরাকে ধরতে পারি কই গো তারে তার
- আছে কোন মানুষের বাস কোন দলে
- মন রে দিনের ভাব যেই ধারা
- যেও না আন্দাজী পথে মন রসনা
- আপন আপন চিনেছে যে জন
- সাদা সোহাগিনী ফকির সাধে কেউ কি হয়
- উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়
- পান কাউর দয়াল পাখি
- আমি বাঁধি কোন মোহনা
- এই মানুষে সেই মানুষ আছে
- এই বেলা তোর মনের মানুষ
- সদা মন থাকো বাহুঁশ ধরো মানুষ
- আগে তুই না জেনে মন দিসনে নয়ন
- মন দুঃখে বাঁচি না সদাই
- আমি তো নইরে আমার সকলই পর
- অকূল পাড় দেখে মোদের লাগেরে ভয়
- প্রেম-ইন্দ্রবারি অনুরাগ নইলে কি যায় ধরা
- মানিক ভাই উজান চালাও তরী
- জাল ফেলে মাছ ধরবে যখন
- হাবুডুবু করে ম’লো তবু কাদা
- মন চোরারে ধরবি যদি
- আত্মতত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়
- প্রেমের দাগরাগ বাঁধা যার মনে
- যাঁরে প্রেমে বাধ্য করেছি
- তা কি সবাই জানতে পায়
- রসের রসিক না হলে
- মুখের কথায় কি চাঁদ ধরা যায়
- আমি দোষ দেব কারে
- তা কি মুখের কথায় হয়
- মানুষ ধরোরে নিহারে
- শুধু মুখের কথায় কিরে সে ধন মেলে
- ধ্যানে যাঁরে পায় না মহামুনি
- যেতে সাধ হয়রে কাশী
- দেখেশুনে জ্ঞান হলো না
- খাকে গঠিল পিঞ্জরে
- হরি কোনটা তোমার আসল নাম
- আমি কী সাধনে পাই গো তারে
- কে আমায় পাঠালে এহি ভাবনগরে
- আমি কোথায় ছিলাম
- কেন খুঁজিস মনের মানুষ
- আমায় চরণ ছাড়া কোরো না হে
- আমার আপন খবর নাহিরে
- কুলের বউ ছিলাম
- আগে কে জানে গো এমন হবে
- শুদ্ধপ্রেম রসের রসিক মেরে সাঁই
- মেরে সাঁইর ভাবুক যারা
- মনরে সামান্যে কি তাঁরে পায়
- যে আমায় পাঠালে এহি ভাবনগরে
- কারে বলছো মাগী মাগী
- রূপেরও তুলনা রূপে
- জলে স্থলে ফুল বাগিচা ভাই
- চিনবে তারে এমন আছে কোন ধনী
- কী সাধনে পাইগো তাঁরে
- আর কেনরে মন ঘুর বাহিরে
- মন দেহের খবর না জানিলে
- মাবুদত্ব মজুদত্ব খোদা এইদেহে রয়
- চিনি হওয়া মজা কি খাওয়া মজা
- পূর্বের কথা ছাড়ান দাও ভাই
- দয়াল তোমার নাম নিয়ে
- আগে জানলে তোর ভাঙ্গা নায়ে চড়তাম না
- ওরে মন আর কি যাবি
- আগে মন সাজো প্রকৃতি
- কে বানালো গো আজব শহর-নহর
- আশেকে গঠলো বিহারী
- যে জন পদ্মহেম সরোবরে যায়
- ধরোরে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে
- সোনার মানুষ ভাসছে রসে
- দমের উপর আসন ছিল তার
- বিনা মেঘে বর্ষে বারি
- আজব এক রসিক নাগর ভাসছে রসে
- কী শোভা করেছে দ্বিদলময়
- কি শোভা করেছে সাঁই রংমহলে
- অন্ধকারের আগে ছিলেন সাঁই রাগে
- নৈরেকারে দুইজন নূরী ভাসছে সদাই
- মহাসন্ধির উপর ফেরে সে
- আপন আপন খবর নাই
- সদা সে নিরঞ্জন নীরে ভাসে
- বলোরে সেই মনের মানুষ কোনজনা
- নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
- সব সৃষ্টি করলো যে জন
- না ছিল আসমান জমিন পবনপানি
- ময়ূররুপে কে গাছের ‘পরে
- একাকারে হুহুংকার মেরে
- যেদিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
- কারে শুধাবোরে মর্মকথা কে বলবে আমায়
- শুদ্ধ আগম পায় যে জনা
- নীরে শুনি নিরঞ্জন হলো
- শুদ্ধপ্রেম রসিক বিনে কে তাঁরে পায়
- শুনি ঘাড়ের উপরে মানুষ
- নিচে পদ্ম চরকবানে যুগল মিলন
- দেখলাম কী কুদরতিময়
- প্রেম পাথারে যে সাঁতারে
- স্বরপের ঘরে অটলরূপ বিহারে
- কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে
- মোকামে একটি রূপের বাতি
- সাঁই দরবেশ যাঁরা
- শূন্যভরে ছিলেন যখন গুপ্ত জ্যোতির্ময়
- অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই
- প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারী
- নৈরাকারে ভাসছেরে এক ফুল
- পাগল দেওয়ানের মন কী ধন দিয়ে পাই
- এ বড়ো আজব কুদরতি
- মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা
- এ কিরে সাঁইয়ের আজব লীলে
- রঙমহলে সদাই ঝলক দেয়
- আঠারো মোকামে একটি রূপের বাতি
- ধড় নাই শুধুই মাথা
- আজব রঙ ফকিরি সাদা সোহাগিনী সাঁই
- জ্যান্তে মরা প্রেমসাধন কি পারবি তোরা
- সে ফুলের মর্ম জানতে হয়
- জগৎ আলো করেছে সই
- তোরা দেখ নারে মন দিব্য নজরে
- তিন বেড়ার এক বাগান আছে
- এক ফুলে চার রঙ ধরেছে
- হায় কী কালের ঘরখানি বেঁধে
- ওগো মানুষের তত্ত্ব বলো না
- মানুষের করণ সে কি সাধারণ
- হায় কী আজব কল বটে
- রূপের ঘরে অটল রূপ বিহারে
- তৌহিদ সাগরে কঠিন পাড়ি
- সুখসাগরের ঘাটে যেয়ে
- সরোবরে আসন করে রয়েছে আনন্দময়
- কামিনীর গহিন সুখ সাগরে
- দেখবি যদি সোনার মানুষ
- মরি হায় কী এ ভাব তিনে এক জোড়া
- মরিবে এক বেহাত ব্যাটা
- যে জন ডুবে আছে সেই রূপসাগরে
- কাফে কালু বালা কুলহু আল্লা
- যার আছে নিরিখ নিরূপণ
- উব্দগাছে ফুল ফুটেছে প্রেমনদীর ঘাটে
- নিচে পদ্ম উদয় জগতময়
- যার সদাই সহজ রূপ জাগে
- কৃষ্ণেপদ্মের কথা করোরে দিশে
- সদর ঘরে যার নজর পড়েছে
- দেখো আজগুবি এক ফুল ফুটেছে
- কেমন দেহভাণ্ড চমৎকার
- ভবে আশেক যার লজ্জা কী তাঁর
- বেঁজো নারীর ছেলে ম’লো এ কী হলো দায়
- রসিক সুজন ভাইরে দুইজন