লালনসমগ্র

( ২০০৭ )

এটি লালন শাহ-এর একটি গীতিসংকলন যা ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রথম প্রকাশিত হয়। এর সংকলন, সম্পাদনা ও ভূমিকায় ছিলেন আবদেল মান্নান। প্রকাশক ছিলেন রেদওয়ানুর রহমান জুয়েল। বইটি নালন্দা প্রকাশনী, ঢাকা থেকে প্রকাশিত হয়। এতে মোট ৮৪১টি গান রয়েছে। তবে কিছু গান একাধিকবার থাকায় সেগুলো বাদ দিয়ে এখানে প্রকাশ করা হলো। তাই এখানে প্রকাশিত গানের সংখ্যা ৮৩৪টি।

সূচীপত্র