আপন আপন খবর নাই

আপন আপন খবর নাই।
গগনের চাঁদ ধরবো বলে।
মনে করি তাই।।

যে গঠেছে এ প্রেমতরী
সেই হয়েছে চরণধারী
কোলের ঘোরে চিনতে নারি
মিছে গোল বাঁধাই।।

আঠারো মোকামে জানা
মহারসের বারামখানা
সে রসের ভিতরে সে না
আলো করে সাঁই।।

জেনে চাঁদ ধরার বিধি
কথার কৈট্‌ সাধন সাধি
লালন বলে বাদী ভেদী
বিবাদী সদাই।।

(সিদ্ধিদেশ)

আঠারে মোকাম: মানবদেহের আঠারোটি শক্তিকেন্দ্র বা প্রকোষ্ঠ।