আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা

আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা।
মুড়িয়ে মাথা গলে কাঁথা
কটিতে কৌপিন পরা।।

গোরা হাসেকঁদে ভাবের অন্ত নাই
সদাই দীনদরদী বলে ছাড়ে হাঁই
ওসে, জিজ্ঞাসিলে কয় না কথা
হয়েছে কি ধনহারা।।

গোরা হাল ছেড়ে বেহাল হয়েছে
আপনি মেতে জগৎ মাতিয়েছে
হায় কি লীলে কলিকালে
বেদবিধি চমকারা।।

সত্য ত্রেতা দ্বাপর কলি হয়
গোরা তার মাঝে এক দিব্যযুগ দেখায়
লালন বলে ভাবুক হলে
সেই ভাব জানে তারা।।

(গৌরলীলা)

গোরা: গৌরাঙ্গ মহা প্রভু, নিমাই সন্ন্যাসী।
যৌপিন: লেংটি, যৌনাঙ্গ আবৃক্ত করার একখণ্ড কাপড় বিশেষ।
সত্য, ত্রেতা, দাপর কলি: চার যুগ, ধর্মের চতুর্যুগ।
কলি: জাপর।