বেদে কি তার মর্ম জানে

বেদে কি তাঁর মর্ম জানে।
যেরূপে সাঁইয়ের লীলাখেলা
এই দেহভুবনে।।

পঞ্চতত্ত্ব বেদের বিচার
পণ্ডিতেরা করে প্রচার
মানুষ ভজনের সার
বেদ ছাড়া বৈরাগ্যের সনে।।

গোলে হরি বললে কী হয়
নিগূঢ়তত্ত্ব নিরালা পায়
নীরে-ক্ষীরে যুগলে রয়
সাঁইর বারামখানা সেইখানে।।

পড়িলে কী পায় পদার্থ
আত্মতত্ত্বে যারা ভ্রান্ত
লালন বলে সাধু মোহন্ত
সিদ্ধ হয় আপনারে চিনে।।

(প্রবর্তদেশ)

পঞ্চতত্ত্ব: শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর ও শ্রীনিবাস।
বৈরাগ্য: সন্ন্যাস। রোহবানিয়াত। সমস্ত কিছুতে আছে আবার কোন কিছুতে নেই।