চাঁদ ধরা ফাঁদ জানো নারে মন

চাঁদ ধরা ফাঁদ জানো নারে মন।
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবারে লাফ দিয়ে ধরতে চাও গগন।।

সামান্য রসের মর্ম পাবে কে
কি বল প্রেমরসের রসিক সে
সে প্রেম কেমন, করো নিরূপণ
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।

ভক্তিপাত্র আগে করবে নির্ণয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়
নইলে হবে না, প্রেম উপাসনা
মিছে জল ছেঁচিয়ে হবে মরণ।।

মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়ি দেখো বর্তমান
মুখে গুরু গুরু বলল, সিঁড়ি ধরে চলো
সিড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।

(সাধকদেশ)