দায়ে ঠেকে বলছোরে মন আল্লা গণি

দায়ে ঠেকে বলছোরে মন আল্লা গণি।
সুখের কালেতে তাঁরে ভেলোরে মণি।।

আগা কেটে হলি মুসলমান
মানুষে আনলি নে ইমান
মানুষরূপে মদুদ শয়তান
ঘরে ঘরে জানি।।

উবহায়জত মুসিবত এলে
দরুদ কালাম পড়ো সকলে
সে সকল উতরায়ে গেলে
গাজীর গান গেয়ে বেড়াও শুনি।।

দুষে বেড়াও জাত ভালো না
আপন জাতের খবর জানো না
লালন বলে এমন দিনকানা
আর তো দেখিনি।।

(স্থূলদেশ)

মর্দুদ: আত্ম অহংকারী, দুনিনীত, অবাধ্য।
উবহায়জত: দুঃখ, সংকট, মহামারী।
দিনকানা: এক জাতীয় পাঝি, যারা দিনে চোখে দেখে না। রাতের বেলায় চোখ ফুটে।