দস্তখত নবুয়ত যাহার হবে।
কি করিবে ফানা ফিল্লা
সকল ভেদ জানা যাবে।।
পুসিদার ভেদ জানতে পারলে
নবুয়ত তার অমনি মেলে
কেতাব কোরানে না পাইলে
দেল কোরানে সব পাবে।।
বার লাখ চব্বিশ হাজার
বহিছে দেখ দম সবাকার
উনকোটি ছাপান্ন হাজার
পশমে এই দেহটি চলবে।।
এখন জুয়ো খেলায় মত্ত হয়ে
কাঁদিতে হবে সব হারায়ে
লালন বলে আমার ভাগ্যে
না জানি কী করিবে।।
(নবিতত্ত্ব)
পুসিদার ভেদ: পর্দার রহস্যজ্ঞান, বিষয়রাশির মধ্যে নিহিত বজ্রশক্তি, জ্ঞান। বিষয় বা ধর্মের মধ্যে লুক্কায়িত সূক্ষ্মজ্ঞান।