ডুবে দেখ নবির দীনে নিষ্ঠা হয়ে মন

ডুবে দেখ নবির দীনে
নিষ্ঠা হয়ে মন।
ঘিরবে এসে কালশমন।।

সাঁইকে যে না চেনে
তাঁরে নৌকায় নিবে কেনে
ফেলে দেবে ঘোর তুফানে
মরবি তখন।।

সাকারে নয় লীলায় ছিলো
চার তরিকা তখন হইল
কুদরতির পর আসন ছিলো
কুদরত বুঝবি কেমন।।

ছোট মুখে যায় না বলা
এতোই সাঁইয়ের আজব লীলা
সিরাজ সাঁই কয় দমের মালা
জপোরে লালন।।

(প্রবর্তদেশ)