গোপনে রয়েছে খোদা তারে চেন নি

গোপনে রয়েছে খোদা তারে চিন নি।
কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন
দেহেতে তোর মক্কা গোপন
তাও হইল জানাজানি।।

আদমে আহাদ গোপন
মিমে দেখ তাঁর নূর গোপন
নামাজে হয় মারফত গোপন
তাও আবার জান নি।।

আছে আরশকুরসি লহু কালাম গোপন
তাই বলে ফকির লালন
উপরে আল্লাহ গোপন
পীরের নিশানি।।

(সাধকদেশ)

আহাদ: সৃষ্টি জগত, জীব জগত।
আরশকুরসি: বিশেষ আসন বা বসার স্থান।
লহু: ফলক, তখত।
কালাম: নির্বান, না এর স্থান।
পীর: বড়, অগ্রজ, গুরু।