হুজুরের নামাজ এমনি ধারা

হুজুরের নামাজ এমনি ধারা।।
ইবলিসের সেজদার দায় ঠাঁই, চাই ঠাঁই ছেড়ে ঠাঁই
সেজদা করা।।

সেতো করেছে সেজদা স্বর্গ মর্ত্য
পাতাল জোড়া,
কোনখানে বাদ রাখলো এবার।
দেখ না তোরা।।

জায়গার মাহাত্ম্য বুঝে, সেজদা দিতে
পারে যারা,
আগমে কয় তাদের হবে
নামাজ সারা।।

কিসে হবে আসল নামাজ, করো সেই কাজ
ভাই সকলরা,
লালন বলে আখের যেন
না যায় মারা।।

(প্রবর্তদেশ)

ইবলিশ: মানবীয় আমিত্বের অপর নাম ইবলিস।
মানবীয় আমি বিনাশ করতে একজন সম্যক গুরু বা কামেল মোশেদের চরণে আশ্রয় নিয়ে আত্মহংকার বিসর্জন না দেয়া পর্যন্ত প্রতিটি মানুষ ইবলিসের ঠাই বা বাসস্থান।