জানবো এই পাপী হতে

জানবো এই পাপী হতে।
যদি এসেছো হে গৌর জীব ত্বরাতে।।

নদীয়া নগরে ছিলো যতোজন
সবারে বিলালে প্রেমরত্ব ধন
আমি নরাধম, না জানি মরম
চাইলে না হে গৌর আমা পানেতে।।

তোমার সুপ্রেমেরই হাওয়ায়
কাষ্ঠের পুতুল নলিন হয়
আমি দীনহীন, ভজনবিহীন
অপার হয়ে পড়ে আছি কূপেতে।।

মলয় পর্বতের উপর
যতো বৃক্ষ সকলই হয় সার
কেবল গেলো জানা, বাঁশে সার হয় না
লালন প’ল তেমনি প্রেমশূন্য চিতে।।

(গৌরলীলা)

নলিন: পদ্মফুল।
মলয় পর্বত: মালেয়শিয়ার পার্বতল চন্দন গাছ উৎপাদনের জন্য পৃথিবীর যত স্থান।