যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে

যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে।
ঘুচেছে তার মনের আঁধার
সে দিক ছাড়া নিরিখ বেঁধেছে।।

হাওয়া দমে বেঁধে ভেলা
অধরচাঁদ মোর করছে খেলা
উর্ধ্বনালে চলাফেরা
সাধনবলে কেউ দেখেছে।।

হাওয়াদ্বারী দম কুঠরী
মাঝখানে অটল বিহারী
স্বর্ণ বিহার স্বর্ণপুরী
কলকাঠি তাঁর ব্রহ্মদ্বারে আছে।।

মন খুঁটো প্রেম ফাঁসি করে
জ্ঞানশিকারী শিকার ধরে
ফকির লালন কয় সে বিনয় করে
সে ভাব ঘটলো না মোর হৃদয় মাঝে।।

(সাধকদেশ)

হাওয়ার ঘর: শ্বাসপ্রশ্বাস করিয়া, শ্বাসযন্ত্র।
হাওইয়াদ্বারী দম কুঠরী: নাসিকা বা নাক থেকে বুক পর্যন্ত।