যে পথে সাঁই আসে যায়

যে পথে সাঁই আসে যায়
সামান্যে কি তাঁর মর্ম পায়।।

নিচে উপর থরে থরে
সাড়ে নয় দরজা ঘরে
নয় দরজা তাঁর, জানতে হয় সবার
আদি দরজা চেনে যাঁরা সজ্ঞানী হয়।।

এমনিরে সে নিম পথ
হাওয়া তাতে নাই যাতায়াত
যদি ফাঁদ পেতে, বসতে সে পথে
সাধন সিদ্ধি হত নিশ্চয়।।

এমনিরে তাঁর আজব কীর্তি
সুঁইয়ের ছিদ্রে চালায় হাতি
সিরাজ সাঁই বলে নিগূঢ় ভেদ খুলে
কোলের ঘোরে লালন ঘুরে বেড়ায়।।

(সাধকদেশ)

নয় দরজা: চোখে দুটি, কানে দুটি, নাকে দুটি, মুখে একটি, গুহ্যে একটি এবং লিঙ্গে একটি দরজা বা নবদ্বার।