কে তোর মালিক চিনলি নারে

কে তোর মালিক চিনলি নারে।
মন কি এমন জনম
আর হবেরে।।

দেবের দুর্লভ এবার
মানবজনম তোমার
এমন জনমের আচার
করলি কিরে।।

নিঃশ্বাসের নাইরে বিশ্বাস
পলকে করবে নৈরাশ
মনে রবে মনের আশ
বলবি কারে।।

এখনও শ্বাস আছে বজায়
যা করো মন তাই সিদ্ধি হয়
সিরাজ সাঁই তাই বারে বার
কয় লালনেরে।।

(সাধকদেশ)

মালিক: সম্যক গুরু, দেহের মূল অধিকারী।