কী মহিমা করলেন সাঁই বোঝা গেলো না

কী মহিমা করলেন সাঁই বোঝা গেলো না।
আমার মন ভোলা চাঁদ ছলা করে
বাদী আছে ছয়জনা।।

যতশত মনে করি
ভাব দেলেতে ঘুরে মরি
কোথায় রইলে দয়াল বারি
ফিরে কেন চাইলে না।।

করে তোর চরণের আশা
ঘটলো আমার এ দুর্দশা
সার হল কেবল যাওয়াআসা
কিনার তো আর পেলাম না।।

জনম গেলো দেশে দেশে
ভজন সাধন হবে কিসে
লালন তাই ভাবছে বসে
ভবে হলো যাতনা।।

(সাধকদেশ)