কোন রসে প্রেম সেধে হরি

কোন রসে প্রেম সেধে হরি
গৌর বরণ হলো সে।
জেনে সেই রসের মর্ম
প্রেম যাজন তাঁর হয় কিসে।।

প্রভুর যে মত সেই মত সার
আর যত সব যায় ছারেখার
তাইতে ঘুরি, কিবা করি
ব্রজের পথের পাইনে দিশে।।

অনেকে কয় অনেক মতে
ঐক্য হয় না মনের সাথে
ব্রজের তত্ত্ব, পরমার্থ
ফিরি তাই জানবার আশে।।

কামে থেকে নিষ্কামী হয়
আজব একটা এই জানা যায়
কী মর্ম তায়, কে জানতে পায়
লালন তাই ভাবে বসে।।

(গৌরলীলা)