করিয়ে বিবির নিহার রসুল আমার
কই ভুলেছেন রাব্বানা।
জাত সেফাতে মিশে আছে, দোস্তি করেছে
কেউ কাহারে ভুলতে পারে না।
খুদি তুই মর্মকথা, পাবি কোথা
কই করেছে নবি চৌদ্দ নিকা,
চৌদ্দ ভুবনের পতি, চৌদ্দ বিবি
করেছে দেখো তাঁর নমুনা।।
সেফাতে এসে নবি, তিনজন বিবি
সুসন্তানের হয়েছে মা;
আলিফ লাম মিমে দেখো না ও দিনকানা
তিনে নবি সৈয়েদিনা।।
আদার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে
সাত সমুদ্রের খবর জানা,
না পেয়ে তাঁর আদিঅন্ত হয়ে শান্ত
বসে আছে কতোজনা।।
লালন কয় বুঝবার ভুল করে কবুল
দেখো না নবি সাল্লেয়ালা,
আগমে নিগম যিনি গুণমণি
তাঁর সাথে আর কার তুলনা।।
(রসুলতত্ত্ব)