ও মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই।
সব রাখল মা বনে গেছে বাকি কেবল বলাই কানাই।।
ওঠোরে ভাই নন্দের কানু
বাথানেতে বাঁধা ধেনু
গগনে উদিত ভানু
আর তো নিশি নাই;
কেন মায়ের কোলে রইলে ঘুমে
ঘুম কি তোর ভাঙ্গে নাই।।
গোচারণে গোষ্ঠের পথে
কষ্ট নাই মা গোষ্ঠে যেতে
আমরা সবাই কাঁধে করে
গোপালকে লয়ে যাই;
তোর গোপালের ক্ষুধা হলে
মা দণ্ডে দণ্ডে ননী খাওয়াই।।
আমরা যত রাখালগণে
ঘুরি সবে বনে বনে
সারাদিনে জনে জনে
যত ফল পাই;
লালন কয় রাখালে
ফল খেয়ে মিঠা হলে
গোপালকে খাওয়ায়।।
(গোষ্ঠলীলা)
[যশোদা: শ্রীকৃষ্ণের পালক মাতা।
বলাই: বলরাম, শ্রীকৃষ্ণের অগ্রজ।
কানাই: শ্রীকৃষ্ণের অপর নাম
নন্দ: শ্রীকৃষ্ণের পালক পিতা।
গোষ্ঠ: গোচারণ ক্ষেত্র।
ভানু: সূর্য
গোপাল: শ্রীকৃষ্ণ স্বয়ং, শ্রীকৃষ্ণের কৈশোর রূপ।]