মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

মন র’লো সেই রিপুর বশে রাত্রদিনে।
মনের গেলো না স্বভাব, কিসে মেলে ভাব
সাধুর সনে।।

আমি বলি শ্রীচরণ
মনে যদি হয় কখন
অমনি রিপু হয়, দুষ্ট সে সময়
রে যেদিক টানে।।

নিজগুণে যা করেন সাঁই
তা বিনে আর ভরসা নাই
তুমি জান মোর, মনের ভক্তির জোর
যেরূপ মনে।।

দিন দিনে দিন ফুরালো
রঙমহল অন্ধকার হলো
লালন বলে, হায়! কী হবে উপায়
উপায় তো দেখিনে।।

(প্রবর্তদেশ)

রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য অর্থাৎ জীবদেহের দোষণীয় বৈশিষ্টগুলো।