মনের মানুষ নাইরে দেশে

মনের মানুষ নাইরে দেশে
সেইদেশে কেমনে থাকি।
সখি এইদেশে থেকে
ঝরে যে আমার আঁখি।।

দেশের লোকের মন ভালো
না কৃষ্ণের কখা কইতে দেয় না
সদাই আমার মন উতালা
ঘরে মন বা কেমনে রাখি।।

জানো নারে প্রাণ-গোবিন্দ
আমার হয়েছে কপাল মন্দ
প্রাণ করছে উড়ি উড়ি, হায় কী করি
লালন বলে আপন ভূলে প’ল পরের চোখই।।

(কৃষ্ণলীলা)