নবির আইন বোঝার সাধ্য নাই

নবির আইন বোঝার সাধ্য নাই।
যার যেমন বুদ্ধিতে আসে
বলে তাই।।

বেহেস্তের লায়েক আহম্মক সবে
তাই শুনি হাদিছ কেতাবে
এমতো কথার হিসেবে
বেহেস্তের গৌরব কিসে রয়।।

ঠকলে বলে আহম্মক বোকা
সেই আহম্মক পায় বেহেস্তে জায়গা
এত বড় পূর্ণধোঁকা
কে ঘুচাবে কোথা যাই।।

রোজা নামাজ বেহেস্তের ভজন
তাই করে আহম্মক সে জন
বিনয় করে বলছে লালন
থাকতে পারে ভেদ, মুর্শিদের ঠাঁই।।

(নবিতত্ত্ব)