প্রেম জানিনে প্রেমের হাটে বোলবলা

প্রেম জানিনে প্রেমের হাটে বোলবলা।
কথায় করি ব্রহ্ম আলাপ
মনে মনে খাই মনকলা।।

বেশ করি বোষ্টমগিরী
রস নাহি তার যশটি ভারি
হরি নামের ঢু ঢু তারই
তিনগাছি জপের মালা।।

খাদাবাদা ভূত চালানি
সেটা বটে গণ্য জানি
সাধুর হাটে ঘুসঘুসানি
কি বলিতে কী বলা।।

মন মাতোয়ারা মদনরসে
সদাই থাকে কামাবশে
লালন বলে সকল মিছে
লবলবানি প্রেমতলা।।

(প্রবর্তদেশ)