সহজ মানুষ ভজে দেখ নারে মন দিব্যজ্ঞানে

সহজ মানুষ ভজে দেখ নারে মন দিব্যজ্ঞানে।
পারিবে অমুল্য নিধি বর্তমানে।।

ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু পাবি খাঁটি
মরিলে শোধ হবে মাটি
ভুরায় এই ভেদ নাও জেনে।।

ম’লে পাব বেহেস্তখানা
তা শুনে ত মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে।।

আসসালাতুল মেরাজুল মোমেনিনা
জানো সেই নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশোনা
লালন কয় এই জীবনে।।

(প্রবর্তদেশ)

অস্‌সালাতুল মেরাজুল মোমেনিনা: মোমিনদের সালাত হচ্ছে আল্লাহর সাথে মেরাজ বা মিলন।
নামাজের বেনা: ধ্যানের রহস্য।