সমঝে কারো ফকিরি মনরে।
এবার গেলে আর হবে না
পড়বি ঘোরতরে।।
অগ্নি যৈছে ভষ্মে ঢাকা।
সুধা তমনি গরলে মাখা
মৈথুনদণ্ডে যাবে দেখা
বিভিন্ন করে।।
বিষামৃত আছে মিলন
জানতে হয় তার কিরূপ সাধন
দেখো যেন গরল ভক্ষণ
করো না হারে।।
কয়বার করলে আসাযাওয়া
নিরূপণ কি রাখলে তাহা
লালন কয় কে দেয় খেওয়া
ভব মাঝারে।।
(সাধকদেশ)
আসাযাওয়া: বারবার জন্মমৃত্যু, জন্মচক্র বা পুনর্জন্ম।