সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরী।
দেখ মনরায় হেলায় হেলায়
দিন তো হল আখেরী।।

ভজবিরে ল-শরিকালা
ঘুরিস কেন কলকেতলা
খাবিরে নৈবেদ্য কলা
সেইটা কি আসল ফকিরী।।

চাও অধীন ফকিরী নিতে
ঠিক হয়ে কই ডুবলি তাতে
কেবল দেখি দিবারাতে
পেট পূজার টোল ভারি।।

গুহে ছিলি-ছিলি ভাল
আঁচলা ঝেলায় কি লাভ হল
সিরাজ সাঁই কয় নাহি গেলো
নাল পড়া লালন তোরি।।

(প্রবর্তদেশ)

ল-শারিকালা: গুরু, যিনি বিষয়মোহের উর্ধ্বে মনের মহাশূন্য স্তর, মোকামে মাহামুদায় বিরাজমান।
লাল: মুখের লালা, লোভ।