উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়

উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়।
করণ তাঁর বেদ ছাড়া
ধরা সহজ নয়।।

ডানে বেদ বামে কোরান
মাঝখানে ফকিরের বয়ান
যাহার হবে সেই দিব্যজ্ঞান
সেহি দেখতে পায়।।

জাহের নাই বেদ কোরানে
আছে সে অজুদ ভজনে
ঐক্য হবে যাঁর মনে প্রাণে
নাম যাঁর নবি কয়।।

এরফানি কোরান খুঁজে
দেখতে পাবে তনের মাঝে
ছয় লতিফা কীরূপ সাজে
জিকিরে উঠছে সদাই।।

নফির জোরে পাবি দেখা
বেদে নাই যাঁর চিহ্নরেখা
সিরাজ সাঁই কয় লালন বোকা
এসব ধোকাতে হারায়।।

(সাধকদেশ)

উব্দ মানুষ: উচ্চাঙ্গের মানুষ, সম্যক গুরু।
জগত; দেহ।
বেদ ছাড়া: তত্ত্বজ্ঞান ছাড়া।
এরফানি কোরান: আত্মতত্ত্ব দ্বারা লব্ধ মহাজ্ঞান বা সৃষ্টি রহস্য।
তনের মাঝে: দেহের মধ্যে।
ছয় লতিকা: দেহের ছয়টি চক্র, শূলাধার, সৃধিষ্ঠান, মনিপুর, অনাহত, আজ্ঞা ও জ্ঞানচক্র।
নফির জোর: লা অর্থাৎ মহাশূন্যতার জ্ঞান।