ভাবের উদয় যেদিন হবে।
সেদিন হৃৎকমলে রূপ
ঝলক দিবে।।
শতদল সহস্র দল
একরূপে করেছে আলো
সেইরূপে যে নয়ন দিলো
মহাকাল শমনে তার কী করিবে।।
ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কী ফল হয়
ভাবের ভাবি থাকলে সদাই
গুপ্তব্যক্তলীলা সব জানা যাবে।।
অদৃশ্য সাধন করা
যমন আঁধার ঘরে সর্প ধরা
লালন বলে ভাবুক যারা
জ্ঞানের বাতি জ্বেলে সে চরণ পাবে।।
(সাধকদেশ)
শতদল সহস্রদল: কপালের উপরিভাগে ব্রহ্মরন্ধ্রে শতদল মহৎ তত্ত্বের স্থান। সবার উর্ধ্বে মহাশূন্য সহস্রদল চক্রে পুরুষপ্রকৃতি মিলন স্থান বা পরমাত্মার স্থান।