মহাশূন্যে

একই আকাশ আছে
ঐ মহাশূন্যে,
একই পৃথিবী আছে
মানুষের জন্যে,
শুধু তুমি আমি এক নেই
যেমন ছিলাম সেই প্রেমেরেই অরন্যে।

ছিলোনা দেয়াল কোন
দু’টি মনের সীমানায়,
ছিলোনা বিভেদ কোন
চাওয়া কি পাওয়ায়,
আজ সেখানে প্রাচীরে ঘেরা
হয় না দেখা একে অন্যে।

মনেরই খেয়াল নাকি
কোন ভুলের ইশারায়,
করেছো বিভাগ তুমি
সে ভালোবাসায়,
সবকিছু তুমি ফিরিয়ে নিলে
হলো না জানা কি জন্যে।

কন্ঠ: রবি চৌধুরী
সুর: প্রণব ঘোষ