তোমার চেয়ে আরো সুন্দর
কেউ না থাকুক পৃথিবীতে,
চাই না তোমায় নিয়ে গর্ব আমার
কেউ আসুক তা ভেঙ্গে দিতে।
ফুলপরী যারা তারা কল্পনায়
বাস্তবতায় শুধু তুমি,
আমার জীবন পূর্ণ এখন
স্বর্গে যেন আমি,
বাঁচি যদি বাঁচবো আমি
তোমার আঁচল-ছায়াতে।
তুমি আছো সুরে গড়া আল্পনায়
শব্দমালায় সেও তুমি,
তোমার ভূবন চন্দ্রগহন
দেবোনা হতে আমি,
মরি যদি মরবো আমি
তোমার শুধু প্রেমেতে।
কন্ঠ: রবি চৌধুরী
সুর: প্রণব ঘোষ