জাফরানী রঙ

জাফরানী রঙ স্বপ্ন ছুঁয়ে
আকাশ পানে চলো
মেঘের ডানায় সওয়ার হবো
যাবে কিনা বলো।

সুখ-দুঃখেরই দোলাচলে
কি আর হবে দুলে
আজকে দু’জন ভাসবো
চলো
পোড়া স্মৃতি ভুলে
সন্ধ্যেবেলা খুব নীরবে
নদীর কুলে এসো
অল্প কিছু গল্প বলে
কথার জলে ভেসো
দুপুর বেলা ঝুম বরষায়
একটু ডেকে নিও
গল্পগুলো ছন্দ ভুলে
একটু ভিজে যেও।

কন্ঠ: সাইদ হাসান টিপু