এই শান্তিটুকু পেলে

কেউ কোথাও নেই, আমার মাথায় একটু শান্তিজল
দিতে পারে,
প্রেম, আলিঙ্গন, নারীর উষ্ণতা
এসব কিছুই নয়, আমি একফোটা শান্তিবারি
চাই।

এই একবিন্দু শান্তিজল পেলে পৃথিবী হয়ে
ওঠে অনন্ত মধুর
সর্বস্ব বিলিয়ে দিতে পারি শুধু এই শান্তিজলটুকু পেলে,
মানুষের কাছে এই শান্তির চেয়ে স্বর্গীয় কিছু নেই,
এই শান্তিটুকু হচ্ছে তার অপার সুখ, সমস্ত
দুঃখের শেষ
মানুষ বোঝে না, সে ভালোবাসা চায়, নারীর
সান্নিধ্য চায়, তার চাওয়া যে এই শান্তির শিশিরবিন্দু, এই
সত্য বুঝতে বুঝতে একটি জীবন চলে যায়;

সে ভালোবাসা ভালোবাসা বলে হাহাকার করে,
নারী আর শরীর বলে বলে শহর মাতায়,
খ্যাতির জন্য দুহাত তুলে চিৎকার করে, কিন্তু তার
এই সামান্য চাওয়া যে একটু শিশিরকণা, একটু ভোরের
আলো, একটু পাখির গান
তা সে বুঝতে চায় না, সে সবকিছু চায়, শুধু এই
শান্তিটুকু ছাড়া,
বুঝতে চায় না, এই শান্তিটুকু পেলে পৃথিবী হয়ে ওঠে
বেহেশতের বাগান।