জলতৃষ্ণা

পাহাড়ি ঝর্নার কাছে ছুটে যাই গ্রীষ্মের তৃষিত
কাক,
ঠোঁটে স্পর্শ করে দেখি বিষ
তৃষ্ণা এত জল ভেবে এই বিষই খাব;
আমার তৃষ্ণার কাছে বিষই অমৃত হয়ে যাবে,
জেগে উঠবে সপ্তর্ষিমণ্ডল
ঘুমন্ত পাহাড় নেচে উঠবে ঘুঙুর পায়ে
কিশোরীর মতো।

আমি আকণ্ঠ করব বিষজল পান
এই বিষে বিষ নেই, মেলে ধরি
লোকবিজ্ঞান,
শোধন করেছি বিষ, পান করি এই বিষামৃত।

পাহাড়ি ঝরনার কাছে ছুটে যাই,
গলা শুকিয়ে কাঠ
একফোঁটা বিষও যদি পাই করি তাকেই অমৃত,
করি ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার
নিষেধ মানি না কনিষ্ঠ পাণ্ডব নেমে যাই জলে,
থাক বিষ, থাক কাঁটা, থাক যত দাম
আমি ওই জল, জলপদ্ম নেব;

জেগে ওঠো ঘুমন্ত পাহাড়, জলভূমি, সুপ্ত মেঘদল
সর্বত্র এই যে বিষ, বর্ষণে বর্ষণে পাহাড়ের ঢলে,
বনের নিঃশ্বাসে করো তাকেই অমৃত।

(সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৫, ২০০৯)