শীতের রাতের বিষণ্ণ পথিক

শীতের রাতের মগ্ন বিষণ্ণ পথিক
তুমি কোথায় চলেছে,
কতো দূর?
শরীরে জলের কাঁচা ঘ্রাণ
শীতের রাতের বিষগ্ন পথিক
তুমি আরো কতো দূরে যাবে?
তোমার দুইটি পায়ে লেগে আছে
নদীর পাড়ের মাটি
তোমাকে ডেকেছে কাছে হেমন্তের চাঁদ,
মনে আছে অচেনা স্রোতের শব্দ
দূর হাতছানি

হারিয়ে ফেলেছে সব চিঠি, নীলখাম
তোমাকে এখনো ডাকে মাঘের কোকিল
ফায়ুন রাতের সেই উদাসীন বাঁশি,
তুমি কত দূরে কোন মফস্বল শহরে চলেছে।

চলেছে তোমার সঙ্গে হেমন্তের নদী
এবার তাহলে তুমি ফিরে চাও,
এবার তাহলে তুমি রেখে যাও
একটি কয়েন
একখানি ব্যথিত রুমাল;

শীতের রাতের মগ্ন বিষণ্ণ পথিক
এখনো তোমার জন্য এই মেঘ দরদিয়া,
এই নদী ব্যাকুল উদাস,
তুমি প্রত্যহ স্নানের শেষে
একবার নদীকে প্রণাম করে নিও।