দুঃখের ভাঙা নাও

এই দুঃখের ভাঙা নাও
ভাসাইলাম সাগরে,
এই জীবন বৈঠা বাও
গহীন এই আধাঁরে।

মাঝে এই অকূল দরিয়া
ওপারেতে ঘর,
কালো মেঘে আকাশ ঢাকা
উঠবে জানি ঝড়,
তবু তীরে ভিড়বে তরি
যদি তুমি চাও।

এই ঢেও যদি আসে ফুলে সাপের ফণায় তুলে
হাল ভাঙে মাঝ গাঙ্গে হেইয়া,
এই বুক বাধি সাহসে সূর্যটা হাসে যে
কালো মেঘ দূরে যায় হেইয়া,
এই জীবনের জয়গান শুনেছি যে পেতে কান
আপন বৈঠা তরী বাইয়ারে মাঝি।

কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু