কেঁদোনা মা, কেঁদো না
তোমাকে কাঁদিয়ে পথ ছেড়ে যাবো,
তোমাকে কাঁদিয়ে ঘরে ফিরে যাবো না,
রুমিরা কখনো পথ ছাঁড়ে না।
ছিলো যখন মাগো পাথর সময়
আপোষের চোখে ছিলো ভীরুতার ভয়,
নিজের দুঃখ তুমি ফেরালে হেলায়
তোমার আঁচলে উড়ে ফিলে এলো জল।
একদিন জীবনের দাবী তুলে কন্ঠে
উত্তাল মিছিলে মিলেছি,
ভিনদেশী শাসকের কারাগার ভেঙে দিয়ে
শিকলের বন্ধন ছিঁড়েছি।
রক্তের স্রোতে ভেসে হায়নার মুখোমুখি
প্রলয়ের ছন্দে নেচেছি,
রাইফেল-বেয়োনেটে ক্ষত-বিক্ষত দেহে
স্বপ্নের আলোতে হেসেছি।
অকূল দরিয়া ছিলো উথাল-পাথাল ঢেউ
ব্যাকুল পিছন টানে তবুও ফেরেনি কেউ,
হেইয়াহো, হেইয়াহো কোটি কোটি কন্ঠে
মুক্তির বেহালা বেজেছে।
কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু