সুখ বলো

সুখ বলো দুঃখ বলো
এসব কিছুই না,
ঘর ছাঁড়া এই মনটা বাউল
ঘরে ফেরে না।

কাছে থাকা দূরে যাওয়া
এসব কিছুই না,
মেঘের ভেলা ভাসলে শুধু
বৃষ্টি ঝড়ে না।

সুখের সূর্য আঁড়াল করে
দুঃখের সাগরে,
ঝিনুক হয়ে মুক্ত খুঁজে
দারুন আধাঁরে,
নোনা জলে হাত ভেজালে
মুক্তো মেলে না।

চোখের দেখা সবটুকু নয়
ব্যাকুল তাকালে,
হৃদয়পুড়ে যার বসবাস
দু’হাত বাড়ালে,
যায় যে ছোঁয়া তখনই এক
অচিন ঠিকানা।

কন্ঠ: বাপ্পা মজুমদার
সুর: ফুয়াদ নাসের বাবু