চারটি চন্দ্র ভাবের ভুবনে

চারটি চন্দ্র ভাবের ভুবনে
তার এক চন্দ্র প্রকাশ হয়
তাই দেখে অনেক জনে।।

যে জানে সে চাঁদের ভেদ কথা
বলবো কী তাঁর ভক্তির ক্ষমতা
সে চাঁদ ধরে পায় অন্বেষণ
যে চাঁদ কেউ না পায় গুণে।।

এক চাঁদে চারচন্দ্র মিশে রয়
ক্ষণে ক্ষণেক বিভিন্ন রূপ হয়
ওসে মণিকোঠার খবর পেলে
সকল খবর সেই জানে।।

ধরতে চায় মূলচন্দ্র কোনজন
গরল চন্দ্রের করো নিরূপণ
সিরাজ সাঁই কয় দেখরে লালন
আছে বিষমৃত মিলনে।।

(সাধকদেশ)