যায়রে চলে যায়

গোলাপ ঠোঁটে রঙিন হাসি
মন করে আসি আসি,
কেঁদে মরে মনের বাাঁশি
চোখের যমুনায়,
প্রান বুঝি যায়রে চলে
যায়রে চলে যায়।

অনেক রোদে ছাঁয়ার মতো
জড়িয়ে ধরা মায়ার মতো,
জেগে থাকা রাতের মতাে
হাতে রাখা হাতের মতো
বেঁধে নিতে চায়।

প্রান দিতে পারে যারা
মন নিয়ে যাবে তারা,
ভালোবাসার কাজল পরা
মরনের আঁচল ধরা
সোজা কথা নয়।

কন্ঠ ও সুর: পঙ্কজ উদাস