রক্ত দিয়ে স্বাধীন হলেম

রক্ত দিয়ে স্বাধীন হলেম
দুর্দশা কেন যায় না?
শোষিতগণ বেঁচে থাকুক
শোষক তাহা চায় না।।

কৃষক-মজুরের বলে
এই দেশে সোনা ফলে
তারা ভাসে চোখের জলে
ক্ষুধায় অন্ন পায় না।।

চেয়েছিলাম প্রেমপ্রীতি
পেয়েছি ভয়-ভীতি
চলেছে বৈষম্যনীতি
কেউ খায় কেউ খায় না।।

বাউল আবদুল করিম বলে
স্বার্থপর শোষক দলে
ব্যক্তি স্বার্থ নিয়ে চলে
সমষ্টির গান গায় না।।