দাঁড়িয়ে ছিলাম

দাঁড়িয়ে ছিলাম তোমার প্রশ্নগুলোর সামনে
চেয়েছি বার বার হারানো উত্তর জানাতে,
আমার আকাশ মেঘে ঢাকা ছিলো না
তবে কেনো চলে গেলে।

ছায়া ছায়া ভালোবাসায়
মনে পড়ে তবু তোমায়।

যদিও ম্লান স্মৃতি কেন জানি আসে ফিরে
অভিশাপ দিয়ে যায় অকারন অবিশ্বাসে,
অবশেষে তোমায় দিলাম
স্মৃতির খামে খোলা চিঠি, পড়ে নাও।

করিনি প্রবঞ্চনা দোষ তাও দিয়ে গেলে,
পরাজিত হৃদয়ে অহেতুক সময়ে,
নিঃশেষে তোমায় দিলাম
স্মৃতির খামে খোলা চিঠি, পড়ে নাও।

কন্ঠ ও সুর: পার্থ বড়ুয়া