ক্যামেলিয়া

বুকের উপরে তুমি খঞ্জ’ -হাতে ব’সে আছ সীমারের মতো।
ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ-প্রেম? তুমিও কি প্রেমের সীমার?
তোমার উদ্ধত খঞ্জ’ আমার চৌচির বক্ষে কোন অপরাধে?
এ-বুকে কিছুই নেই, কিছু নেই, জীবনের ব্যর্থ প্রেম ছাড়া।

তুমি ভুল ক’রে বসেছো এখানে, তুমি ভুল হাতে তুলেছো খঞ্জর।
রসুলপ্রতিম তুমি আমাকে চুম্বন করো- আমি লক্ষ লক্ষ প্রেমে
ব্যর্থ হয়ে, ব্যর্থ হ’তে হ’তে পৃথিবীর ব্যর্থতম প্রেমিকের মতো
ঈশ্বরের সম্মুখে গিয়েছি, ছুঁয়েছি নিজের মুখ, আত্ম-প্রতিকৃতি।
অব্যর্থ প্রেমের পাত্র পূর্ণ করিয়াছি- তুমি কী কী কেড়ে নিতে চাও?

এই নাও প্রিয়তমা, বুকের পাঁজর ঘেঁষে সমূলে বসিয়ে দাও
প্রেমের খঞ্জর, আমি একতিল নড়বো না। আমার সংরক্ত আত্মা
রক্তের প্লাবনে ভেসে নারীর ক্লেদের মতো অন্ধকারে বেরিয়ে আসুক,
আমি আলোর জোনাকি হয়ে ব্যর্থ প্রেমের পাশে চিতা সেজে রবো।
ক্যামেলিয়া, তুমিও কি ব্যার্থ প্রেম? তুমিও কি প্রেমের সীমার?