রাজদ্রোহী

আমার রক্তের মধ্যে লোহিত কণার মতো মিশে আছে
গণিকার ঠোঁটের লিপস্টিক, ধবল শখের দাঁত খুলে খুলে
সাজানো চুম্বন। কোন ব্যাধি আমাকে ছোঁবে না।

আমি এই শতাব্দীর গণঘৃণ্য রােগের সন্তান
কোনাে পাপ আমাকে ছোঁবে না।
আমার হাতের মধ্যে স্বেচ্ছায় খুলে দেয়া বেশ্যার
রাজদ্রোহী স্তনের গর্জন, কোলাহল,
কোনো শৃংখল আমাকে ছোঁবে না।

আমার কন্ঠের হাড়ে অহংকারী যুবতীর খোঁপার শেফালি,
মৃত্যুমাখা নীলপাট আমাকে ছোঁবে না।
আমার মাংসের মধ্যে লাল ঘুনপােকা, ছিন্ন পেশী-কণা,
কোনো প্রেম আমাকে ছোঁবে না। কোনো মত্যু আমাকে ছোঁবে না।

সকল ফাঁসির রজ্জু জ্বলে যাবে প্রচুম্বিত কণ্ঠনালী ছুঁয়ে,
ছিঁড়ে যাবে বেদনারভারে- মত্যুদন্ড আমাকে ছোঁবে না।
কোনো শৃংখল আমাকে ছোঁবে না।