কথোপকথন ৮

শুভঙ্কর
যেই তুমি এলে ভেঙে গেল সব ত্রাস
ঘাস খুঁজে পেল মাটি।
তার আগে মেঘ কালো করে দিয়েছিল
মনের বসতবাটি।

জানালার পাশে হুঙ্কার দিয়ে গেছে
হাওয়ার উত্তেজনা,
কপাট ভাঙতে দৌড়িয়ে এসেছিল
ঝড়ের লক্ষ ফণা।

একা বসে আছি, দুর্যোগ গড়ে যায়
তিনশো রকম ত্রাস।
যেই তুমি এলে, পায়ের শব্দ শুনে,
পালাল সর্বনাশ।

নন্দিনী
আমারও সায়া-শাড়ি ভিজেছে ঘোর জলে
এবং ছিঁড়েছেও ঝড়ে।
আমিও মাঝপথে দারুন দিশেহারা
পড়েছি কার খপ্পরে?

মেঘের মুঠো থেকে ছোরার ঝলসানি
চোখে যে পড়েনি তা নয়।
বাজের বাজখাঁই গলার চিৎকারে
বুকে কী ভয়াবহ ভয়।

গড়িয়ে চলে গাড়ি, মন তো দৌড়ায়,
পৌঁছলেই পাব জানি।
এসব ভুলবার, এসব ভালোবার
তোমার করতলখানি।