কথোপকথন ১৩

নন্দিনী-
ফুরিয়ে আসে বেলা।
শুভঙ্কর, আকাশে ঝড়
বেঁধেছ কোথা পারাপারের ভেলা?

পৃথিবী যেন সাদা।
শুভঙ্কর, বালির চর
চলেছে বুনে চোখ-রাঙানো ধাঁধা।

যখন একা রুদ্ধদ্বারে
শূন্য ভাঙে পূর্ণতারে
ফুলদানীতে শুকোয় কেনা ফুল
প্রহর ভরা মেঘের বুকে
ব্যথার মতো থাকি ঝুঁকে
সাপের ফণা নাচিয়ে ওড়ে চুল।

পাথুরে পথ পেরিয়ে যেই
আমার পাশে তুমি।
শুভঙ্কর, বাসরঘর
তৎক্ষণাৎ আমার বনভূমি।