কথোপকথন ৫

যার কপালে যা আছে হবেই।
আবহাওয়া অফিস বলেছিল আকাশ থাকবে
রাজহাঁসের ধোয়া পালক।
অথচ দুপুর হতে না হতেই জাফরান রঙের আকাশটার গায়ে
ভিজে ন্যাতা বুলিয়ে আচমকা ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল সে
কোলের উপর শুইয়ে বিদ্যুতের ছুরিতে
ত্বরিত এক আস্ত্রোপচার।
যখন জ্ঞান ফিরল, দেখি মাথাভর্তি কৃষ্ণচূড়ার ঝাড়
আর শিয়র জুড়ে তার তাঁতের শাড়ির জড়িদার আঁচল।