আইল রে আইল গৌর, নিতাই সঙ্গে লইয়া

আইল রে আইল গৌর, নিতাই সঙ্গে লইয়া।। ধু।।
ভাসাইল নদিয়াপুরী প্ৰেমবন্যা দিয়া।। চি।।
ষোল নাম বত্ৰিশ অক্ষর দীক্ষা মিশাইয়া৷
হরি নামের ধ্বনি শুনি ভুবন জুড়িয়া।। ১।।
অজপাতে সখাগণে তত্ত্ব জানাইয়া৷
চেতন করিল জীবরে চৈতন্যমন্ত্ৰ দিয়া।। ২।।
হীন রাধারমণ বলে মনেতে ভাবিয়া৷
লোকনাথের চক্ষু অন্ধ হইল কর্ম দোষ জানিয়া।। ৩।।

[গৌরপদ]