আজি উদয় দিনমণি রামচন্দ্রের সতুর কাটে

আজি উদয় দিনমণি রামচন্দ্রের সতুর কাটে৷
কৌশল্যারানী নীল শাড়ি পৈরে রানী ঘুমটা দিলা মাথে
সুবর্ণের ছুরিখানি তুইলা লইয়া হাতে।।
দাওটায় সতুর কাটইন ভূমিচ্ছেদ করিয়া
সাক্ষাতে ময়ূর নাচে ঘুরিয়া ঘুরিয়া।।
সতুর কাটা সমাপন ব্ৰজনারী
শ্ৰীরাধারমণ বলে, স্নান করাও হরি।।

[বিবিধ, বিয়ের গান-সতুর (শত্রু) কাটা]