বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না

বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না
ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা।। ধু।।
অনেক পুণ্যের ফলে মনুষ্য উত্তম কুলে
জন্ম দিয়ে কৈলে করুণা; দিলে মায়াড়ুরি গলে পৈরে
সে ডুরি কেটে দিলে না৷
দশ ইন্দ্ৰিয় রিপু ছয় কাহার বাধ্য কেউ নয়
কারো কথা কেউ শুনে না, অনিত্য সংসারে আশা
আমার পিপাসা দূরে গেল না
ব্ৰজে ছিলে রাধারমণ নইদে আইলে শচীর নন্দন
কলির জীব তরাইতে কৈরে করুণা।।

[গৌরপদ]