চৈড়ে মনোহারী ভবের গাড়ি

চৈড়ে মনোহারী ভবের গাড়ি আয় কে যাবে বৃন্দাবন।। ধু।।
বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন৷ চি।।
নয়ন রেলে ভাবের গাড়ি কানেতে চাক যোগান করি
রাগ অনুরাগ অনল বারি পুর্বরাগ কইরে দাহন।। ১।।
কাম কলেতে টিপনি দিয়ে চালায় প্রেমের ইঞ্জিন
হাওয়ার আগে চলে তিলে পলে ঘুইরে আসে চৌদ্দ ভুবন।। ২।।
প্ৰথম টিকেট ব্ৰজপুরী স্টেশনমাস্টার বংশীধারী
সব সখীগণ সহায়কারী ভাব গাড়ির মহাজন
ভাবনা মূলে আমার টিকেট কাটে বিশাখা সখী
সখীর অনুগত হইয়ে থাকা করে তনুমন আত্মসমৰ্পণ।। ৩।।
তিছরা টিকেট গোবৰ্ধনগিরি স্টেশন মাস্টার রাই কিশোরী
রসের কুঠায় রূপমঞ্জরী অষ্টাদশ দণ্ড টাইম নিরূপণ
উদ্দীপন বংশীধ্বনি প্ৰেম সেবা আলম্বন
শ্ৰী রাধারমণে ভনে প্রেমের কথা রেইখ গোপন।। ৪।।

[সহজিয়া]