এই যে দেহতরী কে করিল সুগঠন

এই যে দেহতরী কে করিল সুগঠন
মেস্তরিরে চিনিলায় নারে মন।।
ঐ যে নাওয়ের আছে জোড়া জোড়ায় জোড়ায়
গিলটি মারা
কে করিল গঠন।।
লোহা ছাড়া তক্তা মারা, কিবা শোভা পাটাতন।।
এই যে নাওয়ের ষোল্লতালা
খুল্লায় নারে ও মন ভোলা ঘুমে অচেতন।।
তালা খুলবে যখন দেখবে তখন
মোহর মারা আছে ধন।।
একবার খুলে দেখা রে নয়ন৷
রাধারমণ বলে দিল কালা তোর
জন্ম হইল অকারণ৷